আপনার খামারের গরুটি কে সময় মতো কৃমিনাশক দিচ্ছেন তো
আপনার খামারের গরুটি কে সময় মতো
কৃমিনাশক দিচ্ছেন তো....?
________________________________________
পশুতে কৃমি হওয়ার লক্ষণ,চিকিৎসা ও প্রতিকার:
---------------------------------------------------------------
আমরা যারা যারা খামারের সাথে যুক্ত আছে
মোটামুটি ভাবে কম বেশি সবাই জানি যে,
গরুটি কৃমিযুক্ত হলে থাকে যত খাবারই দেওয়া যাক তার শরীলের কোন উন্নতি হবে বরং দিন দিন শুকিয়ে যাবে।
কৃমি হওয়ার কিছু লক্ষণ :↓
---------------------------------
(১)পশু দূব'ল হয়ে যায় দিন দিন খাওয়া দাওয়া কমিয়ে দেয়।
(২)শরীলের ওজন দিন দিন কমে যায়।
(৩)দুগ্ধবতী' গাভীর দুধ কমে যায়।
(৪)সময় সময় পাতলা পায়খানা করে।
(৫)দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি পায় না।
(৬)যত খাবারই দেওয়া হউক তাতে কোন সুফল পাওয়া যায় না।
(৭)শরীলের হাড্ডিগুলো বের হয়ে যাচ্ছে এমন অনুভব করা যায়।
(৮)পশুটি কে রোগা ও আকারে ছোট দেখা যায়।
চিকিৎসা ও প্রতিকারঃ
-----------------------------
নিচে যে কয়েকটি ওষুদ দেওয়া হলো তা গভ'বস্হায় ও নিরাপদে ব্যবহার করা যায়।
(1)Tab Renadex vet →৭৫ কেজি ওজনে ১টি বোলাস।
(2)Tab LT Vet →৭৫ কেজি ওজনে ১ টি বোলাস।
(3)Tab Triclazol Vet→৭৫ কেজি ওজনে ১ টি বোলাস।
(4)Tab Triolev Vet→৭৫ কেজি ওজনে ১ টি বোলাস।
খাওয়ানোর নিয়মঃ
------------------------
সকালে খালি পেটে খাওয়াতে হবে অল্প পরিমাণ গুড়ঁ
দিয়ে খাওয়াবেন।
কৃমিনাশক খাওয়ানোর পর আপনার পশুটি কে রৌদে নিবেন না।
কৃমিনাশক দেওয়ার পর ঐ দিন পশুটিকে গোসল করিয়ে দিবেন।
পাশ্ব' প্রতিক্রিয়াঃ
----------------------
অনুমোদিত মাএায় ব্যবহারে কোন প্বাশ' প্রতিক্রিয়া নেই।
তবে সাবধান যে কোন ঔষুদ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন তা যেনো শ্বাসনালীতে প্রবেশ না করে।
অথবা প্রাণীসম্পদ হাসপাতালে যোগাযোগ করুন।
আমি আমার অভিক্ততাগুলো শেয়ায় করলাম।
{ছবিটি সংগৃহিত}🌷🌷🌷
No comments