এক ঝলকে ছাগল পালন 🌷🐃

             এক ঝলকে ছাগল পালন

১=খুব কম খরচে ছাগল পালন শুরু করা যায় ।

এতে ঝুঁকি কম এবং লাভ বেশি ।

2=ছুট ও শান্ত স্বভাবের জন্য সামান্য জায়গায় কম দেখভাল করে ছাগল পালন করা সম্ভব ।
ছাগলের রোগ ব্যাধি অপেক্ষাকৃত কম ।

৩=ছাগল মানুষের সাথে ভালোভাবে মিশে যেতে পারে, গরিব ও ভূমিহীন সকলেই ছাগল পালন করতে পারে, সেজন্য ছাগলকে গরিবের গাভী বলা হয় ।

৪=ছাগল খুব দ্রুত বেড়ে উঠে প্রসবকালে একাধিক বাচ্চা দিয়ে থাকে ।এরা ১২ থেক ১৫ মাসের মধ্যে বাচ্চা দিয়ে থাকে ।

৫=অপর প্রাণীর তুলনায় খরা প্রবণ এলাকায় ছাগল পালন করা সহজ ।

৬=পুরুষ ও স্ত্রী ছাগলের দাম প্রায় সমান ।

৭=লতা পাতা কাটা সবজির ফেলে দেওয়া অংশ এমনকি বাড়ির উচ্ছিষ্ট জিনিস গুলি দিয়ে ওদের খাবার বানানো যায় ।

৮=ছাগলের দুধ সহজেপাচ্য,কারণ ছাগলের দুধে ফ্যাটের পরিমান বেশি থাকলেও তার মান গুলি এতই সুক্ষ যে সেগুলি সহজে পরিপাক করা সম্ভব হয় ।তাই যক্ষা রোগীদের পক্ষে ছাগলের দুধ উপদেয় ।

৯=ছাগলের চামড়ার দাম অপেক্ষা কৃত বেশি ।

১০=স্বাদ্বের জন্য ছাগলের মাংসের চাহিদা বাজারে অনেক বেশি

১১=বর্তমানে ঘরে বেধেও ছাগল পালন করা হচ্ছে তবে তাতে সবজির ফেলে দেওয়া অংশ এবং ঘাস অপর জায়গা থেকে এনে খাওয়াতে  হয় ।

১২=যদি বিজ্ঞান ভিত্তিক ভাবে ছাগল পালন করা যায় তাহলে মাত্র তিন বছরে মুলধন সহ লাভ পাওয়া যেতে পারে ।

১৩=ছাগল থেকে দিনে দুই থেকে তিন বার দুধ পাওয়া যেতে পারে ।

No comments

Powered by Blogger.