একজন খামার & খামারির স্বপ্ন এবং ভবিষ্যৎ হলো তার গর্ভবতী গাভি।
একজন খামার & খামারির স্বপ্ন এবং ভবিষ্যৎ হলো তার গর্ভবতী গাভি। দীর্ঘ ২৭০দিন থেকে ২৭৫ দিন পর্যন্ত খামারি তার স্বপ্ন বুকে লালন পালন করে কিন্ত সঠিক যত্ন বা পরিচর্যার অভাবে অনেক সময় খামারির এই স্বপ্ন ধ্বংস হয়ে যায়। তাই অতি সংক্ষেপে জেনে নেই গর্ভবতী গাভির যত্ন------
গর্ভবতী গাভীর যত্নঃ
একটি গাভীকে অন্যন্য সময়ের তুলনায় গর্ভকালিন সময়ে সব চাইতে বেশি পরিচর্যা করতে হয়। এই পরিচর্যার উপর নির্ভর করবে আগত বাছুর, দুধের উৎপাদন, গাভীর সুস্থতা, প্রসব পরবর্তী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।
* পরিচর্যা শুরু করতে হবে গাভী বাচ্চা প্রসব করার তিন মাস আগ থেকেই। এ সময় গাভীকে নিয়মিত সুষম দানাদার খাদ্য, সবুজ তাজা ঘাস, পরিমান মত খড় ও বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেলের সরবরাহ নিশ্চিত করতে হবে।
* গর্ভবর্তী গাভীকে যেমন তার নিজের জন্য দানাদার খাদ্য দিতে হবে তেমনি তার গর্ভস্থ বাছরের জন্যও দিতে হবে। তা নাহলে গর্ভস্থ বাছুর পুষ্ট হবে না এবং গাভীও প্রসব কালীন সমস্যায় পড়তে পারে।
* গাভী বাচ্চা প্রসবের কমপক্ষে ৫০-৬০ দিন আগে থেকে দুধ দহন বন্ধ করতে হবে। এ সময় গাভীর ওলানের বিশ্রাম হবে এবং নষ্ট ও দুর্বল হয়ে পড়া টিস্যু পুনঃগঠিত হবে.
* একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে দুধ দহন বন্ধ করতে হয়। দুধ দহন বন্ধ করতে প্রায় ১৪-১৫ দিন সময় লাগে। আর এই দুধ দহন বন্ধ করন প্রক্রিয়া টি শুরু করতে হবে ৭ মাস গর্ভকালীন সময় থেকে।
,* ধীরে ধীরে অধিক শক্তি সমপন্ন দানাদার খাদ্য ও কাচা ঘাস কমিয়ে আনতে হবে এবং খড়ের পরিমান একটু বাড়িয়ে দিতে হবে যাতে দুধ উৎপাদন কমে যায়।
* দিনে ২ বার দহন বন্ধ করে ১ বার দহন করতে হবে।
* এভাবে গর্ভবতী গাভিকে পর্যায়ক্রমে ৩৬ ঘন্টা পর একদিন দহন। তারপর ৪৮ ঘন্টা পর এভাবে ৬০ ঘন্টা ৭২ ঘন্টা এবং সর্বশেষ ৯৬ ঘন্টা অর্থাৎ ৪ দিন পর দহন করতে হবে। ওলানে দুধ জমলে প্রয়োজনে ৫ দিন পর আবার দহন করতে হবে।
* যদি তাতেও দুধের উৎপাদন না কমে যায়, তাহলে কয়েক দিনের জন্য দানাদার খাবার বন্ধ করে রাখতে হবে এবং পানির পরিমান কমিয়ে দিতে হবে।
* এই প্রক্রিয়াটি চলাকালে ম্যাসটাইটিস রোধের জন্য Pow: MASTICARE PLUS 100mg (Square) প্রিপারেশন গ্রহন করা যাবে।
****************
আগামি পর্বে গর্ভবতী গাভীর খাদ্য & অন্যান্য বিষয় নিয়ে আলোচনা।
ভেট সেবা (বিডি) এর সাথে থাকুন আপনার খামার পরিচালনার খুটিনাটি বিষয় জানতে থাকুন।।
ধন্যবাদ সকলকে*****
No comments