আপনি গরুর খামার করতে গেলে প্রথমেই যা করতে হবে
আপনি গরুর খামার করতে গেলে প্রথমেই যে বাধার সম্মুখিন হবেন তা হলো এর প্রাপ্তিস্থান এবং মুল্য। এটি সম্পর্কে আপনার সঠিক ধারনা না থাকলে আপনার বিনিয়োগ শুরুতেই বিফলে যেতে পারে অথবা মনোবল ভেংগে যেতে পারে। খামার করার আগে প্রশিক্ষনের পাশাপাশি গরুর প্রাপ্তি স্থান জেনে নিন-_______
(১) আপনার বাজেট যদি ৪০,০০০-৪৫,০০০ টাকার মধ্যে হয় তাহলে আপনি
কুড়িগ্রামের ভুরুংগামারী, নাগেশ্বরী, যাত্রাপুরা,
লালমনিরহাটের বড়বাড়ী হাট থেকে নিতে পারেন। এখানকার বেশীরভাগ বাছুর লাল খুব সুন্দর কিন্তু ১২ থেকে ১৮ মাস মেয়াদী প্রজেক্ট হলে ওখান থেকে বাছুর কিনা ভাল।
(২) আপনি যদি ৫০,০০০-৫৫,০০০ এর মধ্যে শাহীওয়াল ষাড় কিনতে চান তাহলে বগুড়ার বুড়িগন্জ, ঘোড়াধাপ, মহাস্থান, ডাকুমারা, জয়পুরহাট, পাবনার চতুর্বাজার।
(৩) বাজেট যদি ৫৫,০০০ টাকার উপরে হয় তাহলে অবশ্যই কুষ্টিয়ার আলমডাঙ্গার হাট, বাইল্যাপারা, চুয়াডাঙ্গার শিয়ালমারী উত্তম।
(৪) শুধু গাভীন গাভী কিনতে চাইলে বগুড়ার দুপচাচিয়া থানার ধাপের হাট উত্তম।প্রতি রবিবার ও বৃহঃস্পতি বার।
(৫) শুধু ইন্ডিয়ান বলদ ও নেপালী বড় বড় গরু কিনতে চাইলে অবশ্যই বেনাপোলের পুটখালী এবং সাতক্ষীরার বৈখালী যেতে হবে।
(৬) যদি দেশী লাল বলদ গরু কিনতে চান তাহলে প্রতি শনিবার জয়পুরহাট।
(৭) যদি শুধু দেশী বাছুর কিনতে চান তাহলে যেতে হবে চাঁপাই এর সোনাইচন্ডী ও তর্তিপুর হাট।
(৮) মহিষ কিনতে হলে কুষ্টিয়ার আলমডাঙ্গা এবং চাঁপাই এর সোনাইচন্ডী হাট।
(৯) যদি শুধু অষ্টেলিয়ান এবং ক্রস বাছুর কিনতে চান তাহলে পাবনার ঈশ্বরদীর অরনখোলার হাট। পুরা হাট ভরা শুধু ক্রস বাছুর।
(১০) এছাড়া রাজশাহীর সিটি হাট, যশোরের সাতমাইল ভাল গরু আগে উঠত কিন্তু ইন্ডিয়ান গরু না আসাতে ওখানে এখন তেমন ভাল গরু উঠে না।
(১১) কেউ যদি দেশী জাতের খাটো বুট্টী টাইপের গরু কিনতে চান তাহলে অবশ্যই দিনাজপুর এবং রংপুর এর হাট গুলো থেকে সংগ্রহ করতে হবে। এই জাতের গরুর খামার খুব লাভবান কারন ২-৩ মাসের মধ্যে গরু বিক্রয় উপযোগী হয়ে যায়, খাবার কম লাগে, তাদের মুখে অনেক রুচি, রোগবালাই হয় না বললেই চলে, মধ্যবিও যারা একা কোরবানী দেয় তাদের জন্য। আমি প্রতি বৎসর ঈদের ২-৩ মাস আগে ১ গাড়ী নিয়ে আসি অল্প পুজিতে ভাল লাভ। কিন্তু ৩ মাসের বেশী পুষলে লস কারন এগুলো সাইজে বড় হয় না শুধু মোটা হয়।
(১২) RCC Cow কিনতে হলে যেতে হবে চট্টগ্রাম এর সাতকানিয়া, আনোয়ারা উপজেলায়। এই জাতটা দীর্ঘমেয়াদের জন্যে ভাল।
হাটবার ও হাটের নাম
1. টাঙ্গাইল এর মির্জাপুর দেওহাটায় প্রতি মঙ্গলবারে বড় গরুর হাট হয়, উন্নত জাতের গাভী এবং বাছুর পাওয়া যায় এই হাটে ।
2. কুমিল্লার চান্দিনা তে শনি ও মঙ্গালবার হাট, ষাঁড় গরু বেশী উঠে।
3. নোয়াখালি, রামগঞ্জ। সোনাপুর বাজার অনেক দেশী গরুর সমাহার।
4. মিটাপুকুর থানা, জেলা রংপুর, বৈরাতি হাট, বিশাল গরুর হাট। হাটবার শনিবার মঙ্গলবার, বেশীরভাগ দেশী গরু পাওয়া যায়।
5. চাপারহাট সোম এবং শুক্র বার।
6. গাজীপুর কাপাসিয়া থানা আমরাইদ হাট প্রতি মঙ্গলবার।
7. রাজবাড়ী জেলা প্রতি রবি ও বৃহঃস্পতি বার বিশাল গরুর হাট।
8. গোবিন্দগঞ্জ (গোলাপবাগ) হাট প্রতি রবি ও বৃহস্পতিবার হাট। দেশি বিদেশি গরু পাওয়া যায়।
9. আশুলিয়া হাট প্রতি বুধবার।
10. নাটুয়ারপাড়া হাট। হাটবার প্রতি সপ্তাহের শনিবার।
11. ঝিনাইদহ জেলার ভাটই বাজার, প্রতি রবিবার, দেশি গরু পাওয়া যায়।
12. নেত্রকোনার সিধলি বাজার, শুধুমাত্র সোমবার , অনেক দেশি গরু পাওয়া যায় ৷
13. সুনামগঞ্জ জেলার ধরমপাশায় বিশাল হাট। হাটবার প্রতি বৃহস্পতিবার, নেত্রকোনা থেকে ৩২ কিলোমিটার।
14.
নরসিংদীতে শনিবারে "পুটিয়া" নামক জায়গায় গরুর হাট বসে।
জংলী শীবপুর, রায়পুরা, নরসিংদী (রবিবার)। বেলাবো,নরসিংদী (শুক্রবার)। নারায়নপুর, বেলাবো,নরসিংদী (নারায়ণপুর, বেলাব, নরসিংদী'র হাট শনি ও মঙ্গলবার বসলেও গরুর হাট কেবল মঙ্গল বার)) পোড়াদিয়া, বেলাবো, নরসিংদী (বৃহস্পতিবার) শ্রীরামপুর, রায়পুরা, নরসিংদী (সোমবার)।
15. কুষ্টিয়ার ভাদালিয়া হাট,শনিবারে
16. সাতক্ষীরা জেলার অন্যতম বৃহৎ পশুর হাট দেবহাটা উপজেলার পারুলিয়া।
17. চান্দাইকোনা, শেরপুর, বগুড়া প্রতি মঙ্গলবার।
18. জয়পুরহাট জেলা হাট, শনিবার, পাঁচবিবি, জয়পুরহাট মঙ্গলবার
19. গোবিন্দাসী টাঙ্গাইল যমুনা ব্রিজের কাছে।
20. সাগরীকা চট্রগাম, বৃহস্পতিবার।
21. হাতিরদিয়া নরসিংদী রবিবার।
22. পুটিয়াহাট, শিবপুর, নরসিংদী।
23. বনানী হাট। সোমবার,,শুক্রবার। বগুড়া, সদর।
24. ওমরপুর হাট নদীগ্রাম বগুডা । এখানে অনক অল্প দামে ষার পাওযা যায।
25. গাইবান্ধা গরুর হাট গাইবান্ধা বাজার, ইসলামপুর, জামালপুর। হাট বার : সোম ও শুক্র
26. গজারিয়ায় শুধুমাত্র মঙ্গলবার হাট বসে ।
27. নওগাঁ,তাড়াশ,সিরাজগঞ্জ। বৃহস্পতিবারে হাট বসে।
28. এনায়েত পুর, সিরাজগঞ্জ। শুক্রবার হাট বসে, দেশি গরু বেশি পাওয়া যায়। কিছু ইন্ডিয়ান এবং নেপালি গরু ও পাওয়া যায়।
29. ডাকুমারা, শিবগঞ্জ (রবিবার)।
30. মহাস্তান হাট (বুধবার)।
31. ধাপের হাট, দুপচাচিয়া, বগুড়া। হাটবার প্রতি রবিবার ও বৃহস্পতিবার।
32. মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ (শনিবার)।
33. ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা। হাটবার প্রতি মঙ্গলবার।
34. আরিচা হাট প্রতি শুক্রবার ও মঙ্গলবার। (আরিচা হাট থেকে গরু ক্রয় করার কিছু সুবিধা
আছে। এই গরুগুলো বেশিরভাগ আসে চর এলাকা হতে। গরুগুলো শুধুমাত্র চরের ঘাস খাওয়ায়
অভ্যাস্ত। চরের এই গরুগুলো মোটাতাজা করন প্রকল্পের জন্য বেশ সুবিধাজনক।)
35. ছনকা বাজার, সাটুরিয়া, মানিকগঞ্জ। শুক্রবার। চরাঞ্চলের গরু পাওয়া যায়।
36. চতুরহাট,বেড়া,সি এন্ড বি বাজার,পাবনা প্রতি মঙ্গলবার (সাহিওয়াল আর পাবনার লাল গরুর জন্য বিখ্যাত )
37. বনগাওহাট ,পাবনা প্রতি মঙ্গলবার।
38. পুষ্পপাড়াহাট ,পাবনা প্রতি সোম ও বৃহস্পতিবার।
39. হাজিরহাট,পাবনা প্রতি মঙ্গল ও শুক্রবার।
40. আওতাপাড়া,পাবনা প্রতি রবি ও বুধবার।
41. চাটমোহর রেলবাজার, প্রতি রবিবার ( গাভীর জন্য বিখ্যাত )
42. অরোনকুলা হাট, ইশ্বরদী ,পাবনা প্রতি মঙ্গলবার ( ফ্রিজিয়ান ও ক্রস গরুর জন্য বিখ্যাত)
43. সখিপুর হাট... প্রতি বুধ ও শুক্রবার (সখিপুর থানা, শরিয়তপুর জেলা) সখিপুরের হাটটি খাশি
এবং ষাড় গরুর জন্যে ভাল।
44. ঘরিষার হাট... প্রতি সোমবার (নড়িয়া থানা, শরিয়তপুর জেলা)
45. ভোজেশ্বর হাট...প্রতি শুক্রবার (নড়িয়া থানা, শরিয়তপুর জেলা) ভোজেশ্বর হাটটি খাশি এবং
গরুর জন্যে মোটামুটি ভাল।
46. লাউখোলা হাট...প্রতি বৃহস্পতি বার (জাজিরা থানা, শরিয়তপুর জেলা) লাউখোলার হাটটি দুধের
গরুর জন্যে নামকড়া তবে বুঝে শুনে না কিনলে ধরা খাওয়ার সম্ভাবনাই বেশি।
47. মনোরা হাট, হাটবার সোমবার (পালং থানা, শরিয়তপুর জেলা)
মনোরার হাটটি শুনেছি দুধের গরুর জন্যে খুবই ভাল তবে তথ্য দাতা এখনো হাটে যাননি।
48. হযরতপুর হাটবার প্রতি শনিবার ঢাকার কাছের হাট।
49. পাড়াগ্রাম (সেরুমিয়া) হাটবার প্রতি বুধবার। ঢাকার কাছের হাট।
50. চালাকচর মনোহরদী নরসিংদী সোমবার।
51. মনোহরদী নরসিংদী বুধবার।
52. নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার নামক স্থানে প্রতি শনিবার বিশাল গরুর হাট বসে।
53. রাজশাহী সিটি হাট। হাটবার রবিবার ও বুধবার।
54. আজমীরিগন্জ, হবিগন্জ জেলা। প্রতি রবিবার। ৯৫%দেশি গরুর সমাহার ।
55. ফরিদপুর টেপাখোলা হাট প্রতি মঙ্গল বার।
56. তেবাড়িয়া, নাটোর সদর। দেশি গরুর বিরাট হাট। রবিবার।
57. মৌখাড়ার হাট, বড়াইগ্রাম, নাটোর, শুক্রবার, দেশি জাতের গরুর জন্য।
58. হবিগঞ্জ জেলা মাধবপুর, হাটবার শুক্রবার। এখানে নাকি সারা রাত ক্রয়-বিক্রয় হয়।
59. বৈরাতি হাট মিঠাপুকুর, রংপুর। হাটবার শনিবার ও মঙ্গলবার।
60. চাঁপাই নবাবগঞ্জ এর মল্লিকপুর শনিবার, বটতল ‘র হাট শুক্রবার ও মঙ্গলবার।
61. দিনাজপুর জেলা চিরিরবন্দর থানা, রানিরবন্দরের বিশাল গরুর হাট, হাটবার সোমবার ও
বৃহস্পতিবার।
62. রংপুর জেলা বদরগঞ্জ থানা হাট, সোমবার ও বৃহস্পতিবার।
63. পাবনা (হাজীর হাট)...শুক্রবার ও মঙ্গলবার।
64. সিরাজগঞ্জের এনায়েতপুর শুক্রবার এবং বেলকুচি বুধবারে বিশাল হাট।
65. গাজীপুর, শ্রীপুর, মাওনা। হাটবার বৃহস্পতিবার।
☪☪☪☪☪ধন্যবাদ সকলকে☪☪☪
আপনার কষ্টের বিনিয়োগ হোক নিরাপদ 🌷
No comments