বাছুরের যত্ন
🐂বাছুরের যত্ন🐂
সুস্বাস্থ্যবান বাছুর খামার উন্নয়নের পুর্বশর্ত হিসাবে বিবেচনা করা হয়। দুধ, মাংশ, ভবিষ্যৎ উৎপাদন, অধিক উৎপাদনশীল পাল গঠন এর জন্য বাছুর লালন পালনে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।
আমরা প্রত্যেক খামারিরা চাই সুস্থ্য সবল ভাবে বাছুর বেড়ে উঠুক। আর এজন্য নবজাতক বাছুর জন্মের পর থেকে কিভাবে যত্ন নিতে হবে এবং রোগ প্রতিরোধ কিভাবে করতে হবে তা নিয়েই আজকের আলোচনা।
জন্মের পর বাছুরের যত্ন
> জন্মের পর বাছুরকে শুকনো খড় বা ছালার উপড় রাখতে হয়।
> বাছুরের নাক ও মুখমন্ডল হতে মিউকাস পরিষ্কার করতে হবে।
> শ্বাস-প্রশ্বাস সচল করতে নাকে, কানে, মুখে, নাভীতে ফুঁ দিতে হবে অথবা পাজরের হাড়ে আস্তে আস্তে চাপ দিলেও হবে।
> বাছুরের নাভীমুলে এন্টিসেপ্টিক দেয়া ও সুতা দিয়ে বেধে দিতে হবে।
> আধা ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে বাছুরকে পর্যাপ্ত শাল দুধ খাওয়ানো।
> জন্মের ৫-৭ দিনের মধ্যে পাইপারজিন গ্রুপের কৃমিনাশক Pow: Paravet (Acme) 10mg গুড় দিয়ে খাওয়াতে হবে।
বাছুরের বাসস্থান
> বাছুরের ঘড় ঢালু, শুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি।
> প্রচন্ড গরম বা ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখুন।
> প্রতিটি বাছুরের জন্য ৫ সপ্তাহ বয়স পর্যন্ত ১.৪ বর্গ গজ, ১২ সপ্তাহ বয়স পর্যন্ত ২.১৫ বর্গ গজ জায়গা দিতে হবে।
> দিনের বেশির ভাগ সময় বাছুরকে শেডের বাহিরে ছেড়ে দিয়ে রাখুন। এতে বাছুরের বৃদ্ধি ত্বরান্বিত হবে।
বাছুরের খাবার
> প্রথম দুই সপ্তাহে বাছুরকে দৈনিক তার দৈহিক ওজনের ১০ ভাগের এক ভাগ হিসাবে দুধ খাওয়াতে হবে। যেমনঃ বাছুরের ওজন ৩০ কেজি হলে দৈনিক ৩ লিঃ ৪০ কেজি হলে ৪ লিঃ ৫০ কেজি হলে ৫ লিঃ করে দুধ খাওয়াতে হবে।
> ১৫ দিন বয়স থেকে দৈনিক ১০০ গ্রাম নরম কাচা ঘাস খাওয়ার অভ্যাস করুন। এতে দ্রুত রুমেন বিকশিত হবে।
> ৪৫ দিন বয়স হলেই কাফ স্টার্টার (দানাদার খাবার) খাওয়ানো অভ্যাস করুন এবং ৯০ দিন বয়স থেকে কাফ স্টার্টারে অভ্যস্থ হলে দুধ খাওয়া সম্পুর্ন বন্ধ করা যায়।
কাফ স্টার্টারের উপাদানসমুহঃ
৪৫ থেকে ৯০ দিন বয়স পর্যন্ত উপাদানের অনুপাত
> গমের ভুষি..............৬০%
> খেসারী ভাঙ্গা..........১০%
> তিলের খৈল............৩০%
৩ থেকে ৬ মাস বয়স পর্যন্ত উপাদানের অনুপাত
> গমের ভুষি............. ৪০%
> খেসারি ভাঙ্গা..........২০%
> তিলের খৈল............২০%
>ছোলা ভাঙ্গা..............১০%
> ধানের গুড়া.............১০%
খাদ্যের মান বৃদ্ধির জন্য প্রতি ১০০ কেজি মিশ্রনের সাথে অতিরিক্ত ১০০ গ্রাম ডিসিপি এবং ১% আয়োডিন লবন যোগ করতে হবে।
দৈনিক খাবারের পরিমান
> কাফ স্টার্টার (দানাদার) ৪৫ থেকে ৯০ দিন বয়স পর্যন্ত দৈনিক ২০০-৫০০ গ্রাম।
> তিন থেকে ছয় মাস বয়স পর্যন্ত দৈনিক ৫০০-১০০০ গ্রাম কাফ স্টার্টার বাছুরকে খাওয়াতে হবে।
> খড় প্রতি দৈহিক ১০০ কেজি বডি ওজনের জন্য ১ কেজি এবং কাচা ঘাস ৩/৪ কেজি।
চলবে...........
অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম
ReplyDelete