বাছুরের বয়স বাড়ার সাথে সাথে বাছুরের খাদ্য পরিবেশেন তালিকা

একটা বাছুরের  বয়স বাড়ার সাথে সাথে বাছুরের  খাদ্য পরিবেশেন তালিকা

👉  পরিবেশন যোগ্য খাদ্য উপদান,

১/ প্রথম সপ্তাহ সকাল ও বিকাল মোট  দুবার শালদুধ  খাওয়াতে,হবে

২/ ৩ -১২ সপ্তাহ  দিনে দুবার দুধ পান করাতে হবে।  তাছাড়া তৃতীয় সাপ্তাহ থেকে কচি  ঘাসের  ডগা এবং ৮ম সপ্তাহ থেকে  সামান্য দানাদার খাদ্য দিতে হবে,

৩/ ১৩-১৬ সপ্তাহ  দিনে দুবার দুধ পান করাতে হবে সে সাথে মাথাপিছু ৫০০ গ্রাম দানাদার ও ১, ০ কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে।

৪/
১৭-২০ সপ্তাহ দিনে দুবার দুধ পান করাতে হবে সে  সাথে মাথাপিছু ৭৫০ গ্রাম দানাদার খাদ্য ও ৩, ০ কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে।

৫/ ২১-২৪  দিনে দুবার দুধ পান করাতে হবে। সে সাথে মাথাপিছু ১, ০  কেজি দানাদার  খাদ্যও ৫,০-৭,০ কেজি সবুজ ঘাস খাওয়াতে হবে,

৬/ ২৫-৩৫ সপ্তাহ দুধ পান বন্ধ করাতে হবে কিন্ত ১,০-১,৫ কেজি দানাদার খাদ্য ও৫,০ ৭,০ কেজি সবুজ ঘাস ও ১, ২,০ কেজি খড় খাওয়াতে হব।

৭/ ৩৬-৫০. সপ্তাহ ১,৫-২,০ কেজি দানাদার খাদ্য ও১০,০ ১২,০ কেজি সবুজ ঘাস ও২,০-৩,০ কেজি ঘড় ঘাওয়াতে হবে,

এই হল বাছুরের খাদ্য তালিকা।

No comments

Powered by Blogger.