ছাগলকে ছোলা খাওয়ানো নিয়ম

 ছাগলকে ছোলা খাওয়ানো নিয়ম

খাসী মোটাতাজাকরণ সম্পর্কিত পোস্টে আমি ছাগলকে ছোলা খাওয়ানোর কথা বলেছিলাম। ছোলা দামী খাবার হওয়ায় আমি সেখানে ছোলা খাওয়ানোর খরচ কমিয়ে আনার কৌশল সম্পর্কিত একটি কার্যকর পোস্ট দেওয়ার কথা বলেছিলাম। আজ আমি ছোলা কিভাবে খাওয়ালে কম খরচে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করবো।

{ধাপসমূহ}

ধাপ 1= আপনার ফার্মের চারপাশে যেসব জায়গা ফেলানো আছে সেসব জায়গায় 1/1.5 ইঞ্চি পুরু করে বালি ছড়িয়ে দিন। ছায়াযুক্ত জায়গা হলেও সমস্যা নেই। বরং ছায়াযুক্ত জায়গা হলে সুবিধা হবে।

ধাপ 2= জায়গা হিসেবে পরিমাণমত ছোলা ভিজিয়ে নিন। এমন পরিমাণ ছোলা ভিজাবেন যেন আপনি আপনার পুরো জায়গায় বেশ ঘণ করে ছোলাগুলো ছিটাতে পারেন।

ধাপ 3=এবার ছোলাগুলো ভিজিয়ে রাখেন 12 ঘণ্টা পর ছোলাগুলো পানি ঝরিয়ে পরিষ্কার শুকনো কাপড়ে পোটলা বেধে ঝুলিয়ে রাখুন। আরো 12/13 ঘণ্টা পর দেখবেন ছোলাগুলো অঙ্কুরিত হয়ে গেছে বা গজিয়ে গেছে।

ধাপ 4= এবার ছোলাগুলো আপনার আগে থেকে ছড়িয়ে রাখা বালির উপর ছড়িয়ে দিন। নিয়মিত সকাল-বিকাল ঝরণা  দিয়ে পানি ছিটিয়ে দিন। পারলে পানিতে মাঝেমাঝে অতি সামান্য ইউরিয়া গুলিয়ে নিতে পারেন। তবে জায়গাটি যেন সর্বদা আদ্রতা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।  10/14-দিনের মধ্যে আপনি বেশ ভালো সাইজের একটি ছোলাগাছ পাবেন। যেটা অত্যন্ত পুষ্টিকর খাবার হবে।

ধাপ 5= এবার প্রতিদিন কিছু জায়গার গাছ তুলে সেগুলো আপনার ছাগলকে খাওয়ান, যেখান থেকে গাছ তুলবেন সেখানে আবার আগের নিয়মে ছোলা ছড়িয়ে দিন। তাহলে চক্রাকারে খাওয়াতে পারবেন। ফুরাবেনা.......!!!

সুবিধা:

1= আগে যেখানে একটি ছোলা খাওয়াতেন সেখানে সামান্য পরিশ্রম করেই আপনি আস্ত একটি গাছ খাওয়াতে পারছেন🌱
2=বালিতে লাগানোর ফলে আপনি শিকড় সহ সব কিছুই সহজে তুলে আনতে পারবেন।
3= মজার ব্যাপার হলো আপনি যে ছোলাটি ছড়িয়ে দিয়েছিলেন সেটি কিন্তু অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে আসছে। সেই ছোলাটি দেখবেন গাছের গোড়ায় অক্ষত অবস্থায় থেকে গেছে। বালিতে লাগানোর ফলে আপনার তুলে আনার সময় ছোলাটি ঝরে যাওয়ারও কোনো ভয় নেই।
4=আপনি আগে যেখানে শুধুমাত্র একটি ছোলা খাওয়াতেন সেখানে এই পদ্ধতিতে শিকড়সহ পুরো একটি গাছ পাচ্ছেন এবং যেটি অতি উচ্চমানের পুষ্টিগুণ সমৃদ্ধ।  সাথে আপনার সেই লাগানো ছোলাটিতো ফেরত পাচ্ছেনই ?

মনে করেন 20/25 টি ছোলা খেয়ে আপনার ছাগলের কিছুই হবেনা, কিন্তু যদি 20/25টি ছোলা গাছ, শিকড়সহ এবং সেই ছোলাটি সহ খায় 🌱

🌱নুরে মদিনা ছাগলের খামার

1 comment:

Powered by Blogger.